মিলনের কথা শুনতে ভালো, বলতে ভালো,
এক ছাতার তলায় কেমনে তারা আসবে বলো?
সর্বসম্মতিক্রমে যদি মিলন হয়েই থাকে
তবে সব ভেঙে চুরে এক হতে বাঁধা কেন?

বিষয় ও উদ্দেশ্য যদি এক হয়
তাহলে ভিন্ন নামে সংগঠন হওয়া উচিত নয়।
জ্ঞানীগুণী ব্যক্তি আমরা
তবে কি ক্ষমতা ও আসনের বড় ভয়?

জন্মের পরে মৃত্যু আসবে
সেই অভীষ্ট যদি এক হয়;
তবে মিলেমিশে চলতে হেথা
হাতে হাত মিলাতে বাঁধা কোথায়?

প্রশ্ন রাখি সবার কাছে
বাঁধা কেন- থাকতে মিলেমিশে?
আজকে আছি কাল রবো না
থাকবো কেন নিয়ে এই যাতনা?

মানুষ আমরা ভাই ভাই
এই ছোট্ট জীবনে শুধুই একটু শান্তি চাই।
বুকের সাথে বুক মিলিয়ে
থাকতে চাই ভালবাসার বাঁধন দিয়ে।

৭ই আষাঢ়,১৪৩১,
ইং ২২/০৬/২০২৪,
শনিবার বিকেল ৪:০৪।২৪২২,২১/১৫০
০৬/০৭/২০২৪।