কালের ইতিহাস আর স্টিফেন হকিং
সৃষ্টির আদি এবং এই বর্তমান
আজ মিলে মিশে একাকার;
প্রশ্ন আসে ওই জীবনের সাথে
তবে কেন এলো মৃত্যু আবার
শুনি চারিদিকে হাহাকার।
প্রশ্নের সাথে উত্তর খোঁজে বুঝে না বুঝে
কেউ পায় আবার কেউ পেয়েও হারায়
তবুও তো অজানায় হাত বাড়ায়;
উত্তরের আশা সে এক কঠিন ভরসা
সহসা উত্তর মিলেও যে মিলে না
এসে জ্ঞান-বিজ্ঞান পাশে দাঁড়ায়।
প্রশ্ন ও জিজ্ঞাসা মনের ওই বড় ভরসা
তাহারি খুশিতে আর নিজেরে বুঝিতে
চলে রাত দিন টানা পড়েনে;
হরিষে বিষাদে অসময়ে আঁধার নামে
কভু আঁধারে আলোয় বিদ্যুৎ চমকায়
ওই মনের গভীরে হরষ বর্ধনে।
জানি মানি আর করি টানাটানি
খাদের প্রান্তরে দাঁড়ায় জ্ঞানী গুণী
মৃত্যুর জয় গান তবুও তো শুনি;
হবে কি সমাধান দিয়ে এই প্রাণ
ফুলের সৌরভ ছড়ায় বাতাসে
যায় ঝরে ফুল ওহে অন্তর্যামী।
পেয়ে ও হারাই হারায়ে ও পাই
গহনে সঘনে ওই চেতনায় অচেতনে
হাসি কান্নায় অন্তর ভাসে;
অনন্তের প্রান্তরে নিজেরে জড়ায়ে ধরে
ভেসে যেতে চাই ওই বহুদূরে
ক্রমে চক্ষু মুদিয়া আসে।
১৫ই আশ্বিন, ১৪৩০,
ইং ০৩/১০/২০২৩,
মঙ্গলবার বিকেল ৩:৫৯। ৩১৪৭,১৯/২৫, ০৪/১০/২০২৩।