হাজার একদিনের জীবন যুদ্ধ
চলায়মান আজও কলকাতার রাস্তায়;
ওই তাঁদের চাকরি চুরি করে
অযোগ্য যোগ্য হয় পয়সার বিনিময়।
নেতা মন্ত্রী জেলে গেল
তবু এই সরকার সততার প্রতীক;
লজ্জা যদি একটু থাকতো
ওদের পদত্যাগ হয়তো হতো সঠিক।
ক্ষমতার লোভ অর্থের লোভ
লজ্জা হয় না দেখে ওদের ব্যথা;
ইডি, সিবিআই, কেন্দ্র, রাজ্য,
তারাও কি সেই প্রহোসনের মাথা।
হাজার দিনে সহানুভূতি জানাতে
ধর্নামঞ্চে এলো নানান রাজনৈতিক দল;
ওদের সদিচ্ছা যদি থাকতো
পারতনা ডাকতে অনির্দিষ্ট কালের হরতাল?
তবেই সহমর্মিতা প্রকাশ পেত
রাজনৈতিক নেতৃত্বের ওই চৈতন্যের চেতনায়
শুধুই কি বড় বড় কথা বলা
আর জনগণকে ভুল বোঝানো সেটাই বুঝি দায়?
নিজের সন্তান যদি থাকতো বসে
এই নেতৃত্ব করতো বলো কি?
সকল মান অপমান ছেড়ে দিয়ে
জীবন যুদ্ধে ঝাঁপিও পড়তনি?
২৩শে অগ্রহায়ণ,১৪৩০,
ইং ১০/১২/২০২৩,
রবিবার বেলা ১২:০৫ ২২১৪, ২০/১২, ১১/১২/২০২৩।