গুরু তুমি, ভীষণ ভীরু
শিষ্য তোমার ভরসা
হর্ষ হারায় হড়পা বানে
নামলে প্রবল বর্ষা।
ধোঁকা দিয়ে আর কতদিন
শিষ্য-শোষণ করবে?
সত্য যখন প্রকাশ পাবে
সবাই চেপে ধরবে।
মোল্লা-যাজক সবাই ওরা
একই পথেই চলছে
সত্যকে পাশ কাটিয়ে ওরা
কেবল মিথ্যা বলছে।
প্রভাতের পর দুপুর হয়ে
সন্ধ্যা যখন নামবে
ঘনিয়ে আসবে ঘোর তমসা
অগ্রগমণ থামবে।
অসার দম্ভ হারিয়ে যাবে
লাগবে না আর কাজে
মিথ্যা নিয়ে খেলেই গেলে
বিদায়ঘন্টা বাজে।
রক্ত ঝরলো জীবন গেল
তোমার দেওয়া শিক্ষায়
উৎসাহিত হবে না কেউ
অমনতরো দীক্ষায়।
১২ই শ্রাবন,১৪৩১,
ইং ২৮/০৭/২০২৪,
রবিবার সকাল ৮:৫৪। ২৪৪৬ , ২২/৫৪,
৩০/০৭/২০২৪।