গুরুর কাছে শিষ্য বড়
কঠিন সাধন এটাই ধর।
যারা পারে দিতে নিতে
হয় না কুন্ঠিত গ্রীষ্মে শীতে।
স্বার্থের লোভে যারা ছোটে
ক্ষনিক গিয়ে পিছো হটে।
সাফল্যটা তাঁদের আসে না
জগতে এটাই পরম ঘটনা।
সৃষ্টি প্রলয় মাথা দোলায়
বাঁধা পরে সত্য বলায়।
অজ্ঞ গুরু যজ্ঞ করে
বলির পাঠা শিষ্য ওরে।
ধর্ম বর্ণে ওই মৌলবাদ
রসিয়ে রসিয়ে নিচ্ছে স্বাদ;
আর মরছে শিষ্য অসময়ে
চলছে উৎসব গুরুর ধামে।
১৩ ই আষাঢ়, ১৪২৯,
ইং ১৩/০৭/২০২২,
বুধবার বেলা ১১:৫৩। ২৩৪২, ১৫/২২০, ৫ই বৈশাখ, ১৫৩১,১৮/০৪/২০২৪