জীবন একটা দেয় বিধাতা
ফুরিয়ে গেলে সব;
আপন বলে যারা থাকে
তোলে দুঃখের কলরব।

একটা বাবা, একটা মা,
দুইয়ের সংযোগ থাকে না;
যতই বলি জীবন নিয়ে
আর দ্বিতীয় প্রেম আসে না।

গন্তব্য যে একটাই সবার
দ্বিতীয় কিছু  হবেনা;
একজনকে বাসলে ভালো
অন্যেরা তা পাবেনা।

একের অধিক হলে পরে
ভাগ হয়ে যায় পলে পলে;
একটা মানুষ নানান পথে
ছুটবে বলো কেমন করে?

জীবন শেষের দিনের কথা
যদি ভাবি একটিবার;
নানান প্রেমের নানান কথা
আসবে না তোমার।

এক বাঁধনে থাকলে বাঁধা
কষ্ট হবে কম;
সুখ আসবে শান্তি আসবে
থাকবে তোমার দম।

ওই আবেগ ভরা জীবন
সান্তনা দেয় অনেক ;
সংসার হয় সুখের তবে
যেমন ছন্দ ভরা সনেট।

২রা চৈত্র, ১৪৩১,
ইং ১৬/০৩/২০২৫,
রবিবার রাত ১২:৪১। ২৬৭৫,
২৫/২৫, ১৭/০৩/২০২৫।