একটা ছোট্ট জীবনের ছোট্ট ঘটনা
থাকে হাসি কান্নার কত বিরম্বনা।
গল্পের মাঝে তাহাই যখন তুলে ধরে
নিজের মনে করে সম্মুখে তা ছড়িয়ে পড়ে।

আর ওই নিজের মনের সকল কথা
হয়ে যায় অপরের মনের অন্তরের ব্যথা;
সবই তখন উড়তে থাকে হাওয়ায় ভেসে
যেন পলাশের লাল পাপড়ির পাতা।

পরশে হৃদয়কে দেয় সেই গল্প  নাড়া
তাহাই তখন হয়ে ওঠে হৃদয় কাড়া।
থাকে না সেই গল্প ওই গল্প আর
নানান দেশের কাব্যিক গল্প যেমন তার।

ফলে গল্প রূপ পায় বাস্তবে তখন
ময়ূরপঙ্খী ঘোড়ায় উঠে ঘুরে ভুবন।
কেউ পাবে না আর নাগাল তাঁদের
কাব্যে হয় তখন ধর্মীয় ভোগের।

২১শে আষাঢ়,১৪৩১,
ইং ০৬/০৭/২০২৪,
শনিবার সন্ধ্যা ৬:২০। ২৪২৩,২১/১৯১,
০৭/০৭/২০২৪।