ঘুমের দেশেই চিরশান্তি
এই কথাটাই জানি;
জাগানিয়া জাগিয়ে রাখে
শোনায় তাঁহার বাণী।

আমরা তাঁহার খেলার পুতুল
নিয়ে খেলছে অবিরত;
কাউকে হাসায় কাউকে কাঁদায়
এটাই তাহার ব্রত।

আকাশ পানে চেয়ে থাকি
জানালায় একা বসে;
অশ্রু ঝরে কপোল বেয়ে
জীবন সন্ধ্যায় শেষে।

৯ই চৈত্র, ১৪৩১,
ইং ২৩/০৩/২০২৫,
সোমবার সকাল ১১:০৬। ২৬৮৩,
২৫/৪৬, ২৫/০৩/২০২৫।