গণতন্ত্র এ কোন মন্ত্র
শেখায় জনগণে;
সত্য মিথ্যা গোল পাকায়
রাজনৈতিক আচরণে।

জনপ্রতিনিধি দেশের নিধি
ক্ষমতাটা পেলে;
আপন স্বরূপ বেরিয়ে আসে
ব্যক্তিস্বার্থে ভোলে।

কত রূপ তার আচরণ বিধি
ফুলের মত ফোটে;
শিক্ষা চুরি ও চাকরি চুরি
সব চুরিতেই জোটে।

দেও প্রতিশ্রুতি ভুলে যায়
বৈতরণী পার হলে;
যায় না চেনা বহুরূপী ওরা
রূপের বাহার মেলে।

কভু দেখি রূপে মুসলমান
কভু হিন্দু তার জান;
আবার ওই সাধুসন্ত রূপে
রাজা হতে চান।

ক্ষমতার লোভ অর্থের লোভ
লোভের সীমা নাই;
নির্লোভের সেই জনপ্রতিনিধ
বলতো কোথায় পাই?

এবার দেখো আর শেখো
জনসেবা কারে কয়?
জীবনের ঐ নিঃস্বার্থ সেবায়
মনুষ্যত্ব প্রস্ফুটিত হয়।

৬ই জৈষ্ঠ, ১৪৩১,
ইং ২০/০৫/২০২৪,
সোমবার সকাল ২৩৮৩, ২১/৮৩,
২৯/০৫/২০২৪,