ঋণের পরের ঋণ
ওই ফুরিয়ে যাবে দিন;
অভাব হবে স্বভাব
মরবে জল ছাড়া মীন।
বছরের পর বছর
সেই থাকলে পড়ে ক্ষমতায়;
অহং বোধে ভোগে
তাই মানে না আর জনতায়।
ধর্ম বর্ণের কথা
থাকে বিভেদের সুর হোথা;
ঘটে জাত-ধর্মে সংঘাত
এ যে রাষ্ট্রবিজ্ঞানের কথা।
খুনের বদলা খুন
কেউ খায় না কারো নুন;
আলুনি খাবে সবাই
কেউ গায় না কারো গুন।
ন্যায় অন্যায় বোধ
কেমনে করবে তারা রোধ;
আসনটাই হয় বড়
তাই জনগণই নেবে শোধ।
৫ই আষাঢ়,১৪৩১,
ইং ২০/০৬/২০২৪,
বৃহস্পতিবার রাত ১১:০৬।২৪০৭,২১/১৪৪,
২২/০৬/২০২৪।