ঐ কালরাত্রি আর জোনাকি
মুক্তির সুযোগ পাবে কি?
আজ নীরব সবাই চারিদিকে
রঙের বাহার হচ্ছে ফিকে।
আমি তুমি আমরা সবাই
কেন সার্কাসের জোকার হই?
আসল সত্য লুকিয়ে গিয়ে
দীন ভিখারী রাজা হই।
আসল সত্য পরম সত্য
ভাবনা যদি বাস্তব হয়;
পারবে কি ঝেরে ফেলতে
মানুষের সেই আসল দায়।
পাখির বাসা ভেঙে যাবে
ঝড়ের আভাস তাই বলে;
আমরা চাই বা না চাই তাহা
তবু ছুটে চলি দলে দলে।
এমন জীবের মৃত্যু ভালো
আঁধার কেটে ফিরুক আলো।
তবেই বাঁচবে ধরা বাঁচবে মানুষ
ফিরলে সবার মান আর হুস ।
৮ই অগ্রহায়ণ, ১৪৩০,
ইং ২৫/১১/২০২৩
শনিবার সকাল ৮:০৯ । ২২০৪, ১৯/২৫২, ০১/১২/২০২৩।