এসে শেষে ভাবছি বসে
জীবন হলো দ্ব্যর্থ;
সংশোধনের শত চেষ্টায়
হলাম বুঝি ব্যর্থ।
দিকভ্রান্ত পথিক আমি
বিস্মৃতিতে ভাসি;
জীবনের এই হকিকতে
পাচ্ছে বড় হাসি।
ছিল আদিবার্তা স্মৃতিসুধা
এখন মেলে না;
বাস্তব আর ওই অবাস্তবে
এ কোন দোটানা?
ভাবতাম সৃজনকর্ম বীরধর্ম
ওই জীবন রসায়ন;
এতেই সব সুখ শান্তি
করব রুপায়ন।
গড়ে মূর্তি কত ফুর্তি
সাজাই নানা রঙে;
কত উপকরণ এনে এনে
রাখলাম নানা ঢঙে।
তাকিয়ে ওই অবাক বিস্ময়
ঝড়ে অশ্রু চোখে;
অর্থহীন এই জীবন যাপন
স্বপ্ন মিলায় দুঃখে।
২৩শে ভাদ্র,১৪৩১,
ইং ০৯/০৯/২০২৪,
সোমবার সকাল ৮:২৭। ২৪৮৮,২২/১৬৪,
১০/০৯/২০২৪।