ভাঙলো ঘুম পাখির ডাকে
কিচিরমিচির শব্দ;
ঘুম থেকে এবার উঠতেই হবে
খোকাবাবু জব্দ।
ওই প্রভাত রবি উঁকি দিল
জানালা খোলার সাথে;
সময় আর নাইরে খোকা
মা ব্রাস দিল হাতে।
স্নানের ঘরে ছুটে গেল
সত্যিই সময় নাই;
ওই টিউশনের চাপটা বড়
শান্তি কোথায় পাই?
ক্রমে ছাত্র জীবন কেটে গেল
কর্মজীবন শুরু;
কাজের জায়গায় মিলবে বুঝি
হয়তো এমন গুরু।
মন দিয়ে কাজ করতে হবে
সেই উপদেশ দেবে;
ছাত্র জীবন আর কর্মজীবন
এমনি ভাবেই কাটে।
অবসর জীবনে এসে শেষে
চুপটি করে বসা;
আর কর্মহীনের উপাধি নিয়ে
খাবে মুড়ি শশা।
কাটবে জীবন এমনই ভাবেই
শেষের দিনের আশায়;
ওই প্রথম থেকে শেষ অবধি
অজানায় নাও ভাসায়।
১৫ই চৈত্র ১৪৩০,
ইং ২৯/০৩/২০২৪,
শুক্রবার সকালে ৮:৪৫। ২৩২৫, ২৩//১৭৯, ০১/০৪/২০২৪।