মাঘের শেষে ঐ এলো বুঝি ফাগুন
লালে লালে ভরিয়ে দেবে
পলাশের ডালে দেখতে সবাই আগুন।
ওই সেই আগুনে পুড়বে না তো হাত
পুড়বে না তো মন;
আনন্দে ভরিয়ে দেবে চিত্তের চেতন।
প্রাণের লাল আগুনে ফাগুন চাই
ওই হিংসার আগুনে নয়;
রুদ্ররূপী সেই আগুনে পাই বড় ভয়।
প্রিয় লালের খেলা হোলিতে তাই
প্রেমের আবেশ জাগে
প্রাণের আনন্দে মানুষ তাই মাগে।
২৯ শে মাঘ ১৪৩০,
ইং ১৩/০২/২০২৪,
মঙ্গলবার সকাল ৮:৫৪। ২২৭৯, ২৯/১০৯ ১৫/০২/২০২৪।