কলাপাতার উপরে ইলিশ
ভাপা হবে বুঝি;
খেতে কেমন লাগবে বলো
সেই কথাটা সুঝি।
পদ্মা না গঙ্গার ইলিশ
রূপের বাহার কত;
ইচ্ছা করে রাখি ধরে
চোখের সামনে শত।
লালা ঝরে ওই রসনাতে
গরম ভাতে পেলে;
উদর ভরে খাবার পরে
আনন্দে চক্ষু মেলে।
গঙ্গা, পদ্মা ও ইলিশ মাছ
বাঙালির রক্তে মিশে;
যত চাও আর তত খাও
তৃপ্তিতে প্রাণ ভাসে।
১১ই শ্রাবন,১৪৩১,
ইং ২৭/০৭/২০২৪,
শনিবার বেলা ১:০৭। ২৪৪৫,২২/৫০,
২৯/০৭/২০২৪।