জীবন যেমন ভাষাও তেমন
প্রকাশিতে মনের কথা;
কঠিন লড়াই জীবনের পথে
ভাষায় প্রকাশে ব্যথা।

ভাষার জন্য জীবন দিতে
হয়নি কষ্ট মোটে;
ভাষা দিবস তাই পেয়েছি
রক্ত মাখিয়ে বুকে।

একুশ মোদের প্রাণের আবেগ
ভাইয়ের রক্তে রাঙা;
দিয়ে গেছে তারা ভাষার অধিকার
তাইতো বাঙালি চাঙ্গা।

একুশ এলেই ছুটে চলি তাই
ওই শহীদ মিনারের কাছে;
হৃদয় আবেগে ফুল মালা নিয়ে
যেথায় ভাইয়ের পরশ আছে।

জীবনের সাথে ভাষা দিবস
রক্তে মিশে আছে;
বাঙালি ও এই বাংলা ভাষা
আছে তাইতো বেঁচে।

৮ই ফাল্গুন,১৪৩০,
ইং ২১/০২/২০২৪,
বুধবার সকাল ৯:৪৪। ২২৯০, ২০/১১৭, ২৬/০২/২০২৪।