জাতির মুক্তি বিজয় দিবস
স্বাধীনতার এক নাম;
সুশিক্ষিত জাতি না হতে পরলে
থাকবে কি তার মান?
ন'মাসে স্বাধীনতা পেয়েছিলাম বলেই
শ্রেষ্ঠ জাতি হওয়া যায়?
স্বাধীন ভূখণ্ড স্বাধীন সংবিধানের সাথে
শিক্ষাকে করতে হবে জয়।
থাকবে না ধর্ম জাতের কোন বিভেদ
কর্মে সকার হবে সবাই;
তবেই থাকবে না আর কোন বিভেদ
সবাইকে সেই কথাটাই ভাবাই।
জন্ম সত্য আর মৃত্যু সত্য,
ওই সত্য জীবন ধারা;
মানুষ যদি মানুষই না হয়
তবে মানুষ বলবে কারা?
স্বাধীনতার নামে কোন পরাধীনতা
দেখ গ্রাস করছে মোদের?
নীরব থাকলে ওই জ্ঞানী গুণীরা
কে পথে আনবে ওদের?
টাকা ছাড়া চাকরি হয় না
আজ শিক্ষিতরা বেকার;
ওই স্বাধীনতার মূল্য কোথায়?
বুঝি সময় এসেছে বোঝার।
ঘুষ কাটমানি রন্ধ্রে রন্ধ্রে দেখি
এরই নাম কি স্বাধীনতা?
এবার স্বচ্ছ আলোয় দেখতে হবে
স্বাধীনতা আর পরাধীনতা কি?
৩০শে অগ্রহায়ণ,১৪৩০,
ইং ১৭/১২/২০২৩,
রবিবার রাত ১২:৪১। ২২২১, ২০/২১, ১৮/১২/২০২৩।