একটা ছোট্ট স্ফুলিঙ্গ
একটা ছোট্ট পাতার পরে
জ্বলার চেষ্টা করে।

ধীরে ধীরে একটা পাতা থেকে
দুটো পাতায় ছড়িয়ে পড়ে।
ধোঁয়া থেকে জ্বলে ওঠে আগুন
ক্রমে পাতা থেকে ডালে
যেন প্রদীপ্ত বসন্তের ফাগুন।

লাল হয়ে ডালে ডালে
যেন শেফালী পলাশ ফোটে
চারিদিকে ক্রমেই দর্শক জোটে।

দেখতে দেখতে একটা গাছ থেকে
ছড়িয়ে পড়ে দুটো গাছে
ক্ষুদ্র স্ফুলিঙ্গ দাবানল হয়ে।

সুন্দর ক্রমে ভয়ের আবহব সৃষ্টি করে
আর লেলিহান আগুনের শিখা
লাল হয়ে আকাশ বাতাস গ্রাস করে।

ভালোলাগার প্রথম পর্যায়ে পেরিয়ে এসে
কোন ভয়ানক পরিণতির সৃষ্টি করে?
ভাবতে গেলে অশ্রু ঝরে নির্মমতার ঐ শরীরে।

প্রথম যখন একটা পাতায় তৈরি হলো
ছোট্ট স্ফুলিঙ্গের সেই ধোঁয়াশায়
পা দিয়ে মাড়িয়ে দিলে হতোনা বাঁচতে দায়।

ক্ষনিকের সেই আনন্দের ত্রুটি
প্রথম পর্যায়ে আনল দাবানলের ভ্রুকুটি।
সময় থাকতে ভাবতে পারলে
জড়ায় না কেউ মরণের জালে।

১৬ই আষাঢ়১৪৩১,
২রা জুলাই ২০২৪,
মঙ্গলবার সকাল  ৮:০৯। ২৪২০,২১/১৮৩,
০৪/০৭/২০২৪।