পৃথিবীর কিছু প্রত্যন্ত অঞ্চল
আদিম সভ্যতার ছোঁয়ায়;
পৌঁছাতে পারিনি আমরা আজও
তাঁদের দোরগোড়ায়।
আধুনিক বলি সুশিক্ষিত বলি
সত্যি কি আমরা তাই?
ক্ষমতার লোভে দেশ ভাগ করি
পিশাচ-ই হতে চাই।
কোন গুনে আমরা মানুষ হলাম
পারো কি বলতে কেউ?
মানুষ রূপে সমাজে বাস করি
পশু রূপে তুলি ঢেউ।
উন্নয়নের জন্য পরমানু এলো
না করে ব্যবহার তাহা;
শত্রু নিধনে লাগালাম কাজে
কি মনুষ্যত্ব আহা!
যায় দিন যায় রাত্রি আসে
গোপনে মিটিং করি;
শত্রু মারতে কৌশল কি হবে?
এসো মারিয়া আমরা মরি।
আজ যে মিত্র কাল সে শত্রু
ক্ষমতার লোভ তাহা;
নির্ভেজাল ওই দর্শন বলে
এই কি জীবন তরী বাহা?
২রা বৈশাখ, ১৪৩১,
ইং ১৫০৪২০২৪,
সোমবার রাত ১১:১৫। ২৩৪০, ২১/৬, ২রা বৈশাখ, ১৪৩১।