সনাতন মতবাদী আমরা যারা
নিজেদেরকে হিন্দু বলি;
তারা কি ওই মহামানব বুদ্ধের জন্য
কভুসম্মান রেখে চলি?

ব্রাহ্মণবাদের জন্য সমাজে যারা
ওই পায় নাই ঠাঁই
তাঁরা বৌদ্ধ মতবাদে বিশ্বাস করে
ওখানে চলে যায় ভাই।

আমরা উপরে বলি, বিশ্বাসে চলি
দুটাই ভিন্ন আধার;
শান্তির খোঁজে ভালোবাসা দিয়ে
অন্তরে তাহা সাধার।

খ্রীস্টের জন্মদিন, মোহাম্মদের জন্মদিন
পালন করি জন্মদিন কৃষ্ণের;
কোথায় যেন একটা পার্থক্য থেকে যায়
সে কি ধর্মীয় হিংসের?

চৈতন্য মহাপ্রভু সাম্যের প্রতীক
খুন হতে হয়েছিল পুরীতে;
আমরা কি কখনো ভেবে দেখেছি?
সব ত্রুটি হিন্দু ধর্মের গুঁড়িতে।

হিন্দুরা ধর্মের নামে পশ্চাতে ঠেলে
সম্মুখে এগোতে চায় না;
কলিযুগে বসে ত্রেতার কথা ভাবে
এ কোন গোড়ামির বায়না?

৯ই জৈষ্ঠ, ১৪৩১,
ইং ২৩/০৫/২০২৪,
বৃহস্পতিবার রাত ১১:৩৩। ২৩৭৮, ২১/৯১,
২৪/০৫/২০২৪।