রথের লাক্ষ  ঘোড়া
রথীর লাক্ষ মাথা
আর লাক্ষ লাক্ষ হাত;
বলতো সেই দেবতা
কিংবা সেই মানুষের
হবে কোন জাত?

তাই নিয়ে গর্ব করি
আমরা খর্ব করি মন;
এর চাইতে নিকৃষ্ট কাজের
আর কি আছে মূলধন?

ধুপ ধুনায় পূজা করি
শঙ্খ বাজিয়ে আনন্দ করি
ওই বাহু তুলে কত;
বিপদে পরে ধর্না ধরে
বুকের পরে হাতুরী মেরে
আসে কি নিজের মত?

তবু তারে বিশ্বাস করি
পাশের ভাইকে লাথি মারি
সেই ভক্তির নমুনাটা এই?
হায়রে বিশ্বাস ফেলি নিঃশ্বাস
ওরে ব্রহ্মবাদে এ কোন স্বাদ
আজ ভাবতেই অবাক হই।

১৬ই আষাঢ়, ১৪৩১,
ইং ০১/০৭/২০২৪,
সোমবার বিকেল ৬:১১।২৫১৯,২১/১৭৯,
০৩/০৭/২০২৪।