মিথ্যা বললে কষ্ট হয়
মনটা থাকে তোলা;
সত্য বললে আনন্দ হয়
হৃদয় থাকে খোলা।
বন্ধ ঘরে দম বন্ধ করে
মনে মনে হয় কষ্ট;
চারিদিকে আঁধার ঘেরা
আলো হয় না দৃষ্ট।
সত্যের পথে চললে পরে
ক্ষণিক কষ্ট হয়;
কালের পথে চলতে চলতে
পাবেই পাবে জয়।
১৬ই আষাঢ়, ১৪৩১,
ইং ০১/০৭/২০২৪,
সোমবার সন্ধ্যা ৭:০১।২৪১৮, ২১/১৮১
০২/০৭/২০২৪।