বাহান্নর বাঙালী, একাত্তরের বাঙালী
পায়না ভয় কিছুর
রক্ত দিয়ে জীবন দিয়ে সাজাতে পারে
আপন মনের বিধুর।

সেই লড়াইয়ে ছিল সাথে রবি ও নজরুল,
ছিল আরও অনেক কবি;
তাই আমরা পেরেছিলাম ছিনিয়ে আনতে
সবুজ খেতে প্রদীপ্ত রবি।

এখন যারা হই হই করে মিথ্যার আশ্বাস পেয়ে
ভাঙবে ভুল ফুটবে হুল ক্ষমার অযোগ্য হয়ে।

কি হারালাম? আর কিইবা পেলাম?
নিজের সম্পদ ধ্বংস করে?
আর পারবো কি ওই গড়তে তাহা
পুনঃ শত চেষ্টা  করে?

দিনের পর দিন আসবে বছরের পর বছর
শাসক যাবে শাসক আসবে বুকে দেবে মোচড়।

আজকে যারা উলঙ্গ হলো একাত্তর দেখে নাই
সেই পরশ যদি একটু পেত বুঝতে পারত তাই।

কত শত শত মা-বোনরা ধর্ষিত হয়েছে
তবু মুক্তির শপথ ছাড়ে নাই;
এক নদী রক্ত দিয়ে স্বাধীনতা এলো
এমন কোথায় পাবে ভাই?

আলবদর আর রাজাকার ছিল বর্বরদের দোসর
আপনজনদের বিলিয়ে দিয়েও বসিয়েছে আসর।

নির্মম সেই স্বাধীনতার ইতিহাস
বোঝে আপন হারিয়েছি যারা;
যারা জন্মেছে একাত্তরের পরে
কেমনে বুঝবে তারা?

৯ই ভাদ্র, ১৪৩১,
ইং ২৬/০৮/২০২৪,
সোমবার সকাল১০:৪২। ২৪৭৫, ২২/১২৫,
২৮/০৮/২০২৪।