দিনের টানে আপন মনে
সন্ধ্যা আসে নেমে;
সারাদিনের শ্রান্ত পথিক
যেথায় এসে থামে।

সন্ধ্যার পরে রাত্রি নামে
রাত্রির পরে প্রভাত;
জন্মের পরে মৃত্যু আসে
হতেই হবে মাত।

বৈচিত্র্যময় এই প্রকৃতির
একই ধারা চলে;
জীব জগৎ রাখছে ধরে
মুষ্টিবদ্ধ করে।

৬ই শ্রাবন, ১৪৩১,
ইং ২২/০৭/২০২৪
সোমবার বিকেল ৩:৪১। ২৪৩৯, ২২/৩৭,
২৩/০৭/২০২৪।