ভোরের আলো ফুল ফোটাল
অপূর্ব সেই দৃশ্য;
দুপুর রোদে ঝরে পড়ে
গাছ হয় যে নিঃস্ব।
সবুজ পাতা হরিদ্রা হয়
ন্যাড়া হয় গাছ;
বৃদ্ধ বয়সে বুঝতে পারে
এই জীবনের আঁচ।
বিকেল বেলা শেষের খেলা
সন্ধ্যা আসে নেমে;
রাত্রি এলে চোখের আলো
সকলি যায় থেমে।
২০শে কার্তিক,১৪৩১,
ইং ০৬/১১/২০২৪,
বুধবার দুপুর ১২:২৩। ২৫৪৭, ২৩/১০৮,
০৮/১১/২০২৪।