আজ অমানুষের কথা শুনতে পাচ্ছি
ওই মানুষের মুখে;
শান্তির নোবেল পেয়েও ডঃ ইউনুস
মানুষকে ফেলে দুখে।

ক্লিনটনের সাথে হাত মিলিয়ে
বাংলার ক্ষতি করে;
বাঙালি নয় ও যে পাকিস্তানি
জিহাদীর রক্ত ধরে।

নিজের মুখেই স্বীকার করেছে
আমেরিকায় বক্তৃতায়;
এযে দীর্ঘদিনের পরিকল্পনা সেই
আসিতে ক্ষমতায়।

প্রমাণিত মৌলবাদের জেহাদী ওরা
সেই ধ্বংসের বার্তা বয়;
বিশ্ব স্বীকৃত সোনার বাংলার ধ্বংসের
ইউনুসকেই নিতে হবে দায়।

সোনার বাংলার মধুর বাংলা ভাষা
বলার অধিকার ওদের নাই;
ওরা শুধু উর্দু বলবে আরবি বলবে
ওই পাকিস্তানি বলি তাই ।

জাগো বাঙালি জাগো এবার
ঘুমিয়ে থেকো না আর;
অশান্তির নিঃশ্বাস ফেলছে দেখো
ঘাড়ে যে তোমার।

যদি মায়ের সন্তান হয়ে থাকো তোমারা
এবার বাঁচাও বাংলা মাকে;
স্বাধীন বাংলা করতে গিয়ে লাখ লাখ
জীবন দিয়েছে জাতির পিতার ডাকে।

হয়তো আরও রক্ত দিতে হবে, নিতে হবে,
বুঝি সময় এসেছে এবার;
অরাজকতা সৃষ্টিকারী সকল দুর্বৃত্তদের
তাড়াতে শপথ নিতে হবে সবার।

১৪ই অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ৩০/১১/২০২৪,
শনিবার রাত ১১:৩৩। ২৫৭০,২৩/১৬৬,
০১/১২/২০২৪।