এ আমাদের ঘরের লড়াই
সংশোধনের পথ;
রক্ত ছাড়াই হতেই পারতো
তৈরি নূতন মত।

কেন হল এতো ধৈর্য হারা
বুঝলো না তো কেউ?
কোন শক্তি রসদ যোগালো
নয়তো বিদেশি ফেউ?

আত্মদানের কঠিন সংগ্রাম
পেরিয়ে এসে হেথা;
ঐ মুক্তিযুদ্ধের সকল সম্মান
হলো কি আজ বৃথা?

ধনতন্ত্রের বিরোধিতা দেখেছি
সেই স্বাধীনতার কালে;
আবার বুঝি জড়িয়ে পড়লো
ওই তাদেরই জালে।

সামাল-সামাল ওরে কামাল
যাস না হেরে তুই;
এযে লাখো শহীদের রক্তে গড়া
বাংলা মায়ের ভূঁই।

আর জেদের বশে সবার শেষে
ধ্বংস করো না দেশ;
তখন শত্রু মিত্র সবাই বন্ধু
হয়েই যাবে শেষ।

শেষের দিনে বুঝতে পারবে
শত্রু মিত্র কে ?
ছোট্ট সময়ের এই জীবনটা
হারিয়েই যাবে যে।

৪ঠা শ্রাবন, ১৪৩১,
ইং ২০/০৭/২০২৪,
শনিবার রাত ৭:১০। ২৪৩৭, ২২/৩৪,
২১/০৭/২০২৪।