দুঃখের পরে যে সুখ
দেয় ধরা আমাদের কাছে।
তার মত কোন তৃপ্তি
এই জগতে কি আছে?
তাপ দগ্ধ ধরণীর পরে
এক পশলা বৃষ্টির ছোঁয়া;
মানুষের কত অশ্রু জলে
পাওয়া সেই তিতিক্ষার দোয়া।
ওই ঘনঘোর আঁধারে ঢাকা
আর দীর্ঘক্ষণ আষাঢ়ের ধারা;
হঠাৎ উঠিলে সূর্য পূর্ব আকাশে
মনে হবে মুক্ত হলো কারা।
এমন তৃপ্তি মিলিবে কি
না চাওয়া আনন্দের মাঝে?
সনাতন প্রকৃতি বোঝাল তাই
এই নিত্য অনিত্যর রাজে।
ওই প্রকৃতি সত্য সনাতন
না বলেও শেখায় সবারে;
প্রকৃতিকে তাই গুরু বলি
একান্তই আপন বিশ্বাসে।
সূর্য ওঠে আর অস্ত যায়
ওই সেই জন্ম মৃত্যুর মত;
অহরহ প্রকৃতি শেখায় যেন
থাকো সনাতন ধর্মতে রত।
২৭শে চৈত্র, ১৪৩০,
ইং ১০/০৪/২০২৪,
বুধবার রাত ৯:৫৩। ২৩৩৫, ২০/২০১, ১১/০৪/২০২৪।