দিন যায় রাত আসে
ভোরের আলো ফুটবে বলে
আমরা থাকি আশায় আশায়
জগৎটা যে এমনি-ই চলে।

চাই বা না চাই পার হয়ে যাই
কঠিন কঠিন দুর্গম গিরি;
ওই বিস্ময় ভরে তাকিয়ে থাকি
এক থেকে শতেক সিড়ি।

কাঁপন ধরে আপন মনে
ছিন্ন বস্ত্র হাওয়ায় দোলে;
হয়তো একদিন যাবে উড়ে
আপন মনে খেলার ছলে।

যদিও দেখি নানান রূপে
উপমাগুলো দাঁড়িয়ে থাকে;
কতটুকু আর শিখতে পারি
চলার পথে বাঁকে বাঁকে।

১৩ই আশ্বিন, ১৪৩১,
ইং ৩০/০৯/২০২৪,
সোমবার সকাল  ৮টা।২৫০৯, ২৩/০৯,
০১/১০/২০২৪।