বন্ধুরা যখন যাচ্ছে ফিরে
প্রভাতের ওই নবীন সুরে,
বাজলো বুঝি গান;
সমুদ্র তটে ছিলেন বটে
সবাই মিলে একসাথে
বেজেছিল উচ্ছলিত তান।

জীবনের এই মুহূর্তগুলো
চির নবীন হয়ে রবে
সবার হৃদয় মাঝে;
দিনের শেষে একলা বসে
আপন মনে তাহাই আবার
খুঁজবে স্মৃতির রাজে।

ফেলে যাওয়া দিনের কথা
যাহা যায় না ভোলা কভু
আত্মিক বন্ধনে তা রবে;
নীরব রাতে নিজের সাথে
আত্মায় আত্মায় মিলমিশে
তারাই আবার কথা কবে।

২রা অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ১৮/১১/২০২৪,
সোমবার সকাল ১০:১৬।২৫৫৮,২৩/১৪১,
১৯/১১/২০২৪।