সমুদ্রতটে বসবো আমরা
মিলন মেলার নামে;
এই জীবনের সন্ধিক্ষণে
বিকাবো কোন দামে?

পারবো না দিতে কোন মূল্য
ওই বিকিকিনির হাটে;
হবে জীবনের পরম পাওয়া
দীঘার সমুদ্র তটে।

ফিরবে সবাই আপন ঠাঁই
স্মৃতির বোঝা নিয়ে;
এই সময় আর পাবো না
কোন মূল্য দিয়ে।

আত্মচেতনা শুধুই বেদনা
আনন্দে গ্রহণ করি;
বেদনার মাঝে জন্ম লভিবে
হাসিতে মনন বরি।

১৭ই কার্তিক, ১৪৩১,
ইং ০৩/১১/২০২৪,
রবিবার সকাল ৭:৫৫। ২৫৪৩, ২৩/৯৯,
০৪/১১/২০২৪।