একশ বছর, দুশ বছর, পাঁচশ বছর,
কোন ব্যাপার নয়;
কিছু বাঙালি ভাবে ভালোর কথা
এটাই বুঝি ভয় ।

দর্শনের ওই মঙ্গলের কথা
আত্মস্থ করেছে বাঙালি;
কর্পোরেটদের মতো ধনী নয়  
কিন্তু নয় তো কাঙ্গালী।

গণতন্ত্র আর সমাজতন্ত্র
তন্ত্রের মন্ত্র বোঝা দায়;
ধনতন্ত্রে থাকে না সুখ শান্তি
সমাজতন্ত্রে তাহা পাওয়া যায়।

মানুষের আত্মচেতনা, মনুষ্যত্ব,
বড় প্রশ্ন এই দর্শনে;
সকল অশান্তি লুকিয়ে আছে
ওই ধনতন্ত্রের শোষণে।

ভালো জিনিস পেতে হলে
কঠিন শ্রম দিতে হয়;
কাজ না করে সুখে থাকা
শোষণেরই পরাজয়।

মনুষ্যত্বের ওই বিভাজনে
ওই ধর্মে, বর্ণে, বিদ্বেষ;
এমনি করেই মনুষ্য জাতি
একদিন হয়েই যাবে শেষ।

চাই বা না চাই সত্যের প্রকাশ
হবেই হবে একদিন;
জানি বুকের রক্ত ঢেলে দিয়ে
হবে শোধতে সেই ঋণ।

মস্তানে মস্তানে সেই লড়াই
ওই বিশ্বজুড়ে চলছে;
ফলে ধ্বংসই আজ অনিবার্য
দর্শন তাই বলছে।

৮ই আষাঢ়,১৪৩১,
ইং ২৩/০৬/২০২৪,
রবিবার দুপুর ১২:১৪। ২৪১০,২১/১৫৪,
২৪/০৬/২০২৪।