ধৈর্যের কার্য সঠিক বিচার
জীবন যুদ্ধের পথে;
না হলে হার অবধারিত
জ্ঞানীগুণীর মতে।

দেখে পা ফেলতে হবে
ওই সম্মুখে তোমার;
নাহলে পা পিছলে যাবে
ঘিরবে গভীর অন্ধকার।

জয় পরাজয় এমনিভাবে
জীবনযুদ্ধে পাবে।
সতর্ক তোমায় হতেই হবে
চলবে পথে যবে।

তাই অন্ধকারে চলতে পথ
ধৈর্য ধরে সবাই;
আলোর দিশা মিলবে দেখো
বিকল্প তার নাই।

২৪শে চৈত্র ১৪৩০,
ইং ৭/০৪/২০২৪,
রবিবার বেলা ২:৪২। ২৩৩৯,২০/১৯১, ২রা বৈশাখ, ১৫/০৪/২০২৪।