ধর্মের উপর ভিত করে
চার দেয়ালে বাস;
সময় তোমার এলে পরে
হবে কষ্ট নিতে শ্বাস।

এই ধর্ম শুধুই মতবাদ
ব্যক্তি মানুষের সৃষ্টি;
স্বচ্ছ আলোয় দেখলে পরে
খুলবে আঁখির দৃষ্টি।

ভালো আছে, মন্দ আছে
আছে কিছু শেখার;
এক জীবনে পারবেনা
করতে শেষ দেখার।

ওই বৌদ্ধ যীশু মোহাম্মদ
আরো কত গুরু;
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে
কেবল করছে শুরু।

আমরা যারা পড়ছি তাঁদের
অল্প সময় ধরে;
চেষ্টা করব সংশোধন করতে
একটু একটু করে।

হাজার বছর আগের ভাবনা
মিলবে না বর্তমানের সাথে;
পরিস্থিতি আর ওই পরিবেশ
সর্বদা রাখতে হবে মাথে।

জাতীয় কৃষ্টি গড়ে ওঠ
নিত্য দীর্ঘ কর্মের উপর;
বর্তমানের সমাজ সংস্কারকরা
সবাই দর্শন নির্ভর।

ব্রহ্মবাদ আর দর্শন শাস্ত্র
আঁধার, আলোর খেলা;
এই নিয়েই কেটে যায়
অন্ধবিশ্বাসী ও যুক্তিবাদীর বেলা।

লোভ লালসা জীবনের অঙ্গ
বেশিরা দেয় তাদের সঙ্গ।
আর দর্শন বড় কঠিন ঠাঁই
চিৎ-চেতনায় খুঁজে পাই।

উজান ঠেলে নৌকা বাওয়া
বড় কঠিন যায় না সওয়া।
গা ভাসাই তাই স্রোতের জলে
ভালো-মন্দ যাহাই মেলে।

কঠিন ব্রত সংশোধনের পথ
তাই মানুষ নেয় পরের মত।
রামমোহন আর বিদ্যাসাগর
চেয়েছিল গড়তে মনুষ্যত্বের গড়।

আমরাও আজ ভাবছি সবাই
ভালো চিহ্ন রেখে যেতে চাই;
থাকবে সুখে ওই ভবিষ্যৎ
চেষ্টা তাই করতে প্রশস্ত পথ।

ধৈর্য হউক সেই চেতনা
লাঘব হবে হারের বেদনা।
ছোটর মধ্যে বড় লুকিয়ে
দিও না তারে যেতে শুকিয়ে।।

৩২শে শ্রাবন,১৪৩১,
ইং ১৭/০৮/২০২৪,
শনিবার বিকেল ৩:২৩। ২৪৬৫, ২২/১০৪,
১৮/০৮/২০২৪।