যে দেশের নীতি নির্ধারকরা
রাখে ধর্মীয় মৌলবাদে বিশ্বাস;
চারদেয়ালের অন্ধ কুঠরিতে
ফেলতে হবেই তাদের নিঃশ্বাস।

নাস্তিক আস্তিক বোঝে না ওরা
ওরা ব্যক্তি স্বার্থে মত্ত;
সকল সত্যের পথ ছেড়ে তাই
খোঁজে অতীতের সব গর্ত।

আধুনিক সংবিধানের ভাবনা ছেড়ে
অতীতের উদ্ধৃত পথ ধরে;
সম্মুখের ওই অজানা অনন্ত পথ
কেন ভাববে কষ্ট করে?

ভাং গাঁজা মদ খেয়েই যদি
আনন্দে দিন চলে যায়;
তবে কেন অত কষ্ট করে
নেবে বিজ্ঞানের আশ্রয়?

পচন যদি ধরে দেহে
অংশ কেটে বাদ দিতে হবে;
তা না হলে ওই পূর্ণ দেহই
একদিন পচন ধরে যাবে।

১৮ই শ্রাবন,১৪৩১,
ইং ০৩/০৮/২০২৪,
শনিবার সকাল ৯:৪৪। ২৪৫০, ২২/৬৭,
০৩/০৮/২০২৪।