ধর্ম-বিবেক, ধর্ম মনুষ্যত্ব,
ধর্ম হৃদয়ে, ধর্ম ব্যক্তিত্বে,
অন্ধকার থেকে আলো আসা
শুক্তি থেকে ওই মুক্তিতে।

ধর্ম সে যে অন্তরের ধন
থাকে না কাব্য কাব্যিকতায়
থাকে সেই ধর্ম লুকায়ে
একান্তই ওই অন্তরের ব্যথায়।

এই মানুষের ধর্ম মানবিকতা
ওই পশুর ধর্ম পাশবিকতা
আগুনের ধর্ম দহন করা
আর জলের ধর্ম শীতলতা।

ধর্ম যে চারিত্রিক বৈশিষ্ট্য
তাই জ্ঞানীগুণীরা হয় শিষ্ট।
ওই নিম নিশিন্দা হয় তিতা
আর আখের রস হয় মিষ্ট।

মিথ্যুকের ধর্ম মিথ্যা কথা বলা
সাত্ত্বিকের ধর্ম সত্যে পথে চলা
সকল বস্তুর ধর্মই হল গুন
যেমন নোনতাই তো লাগে নুন।

১৬ই জৈষ্ঠ, ১৪৩১,
ইং ৩০/০৫/২০২৪,
বৃহস্পতিবার দুপুর ১২:২৩।২৩৮৬,২১/১০৩
০১/০৬/২০২৪,১৮ই জৈষ্ঠ ১৪৩১।