ধর্মীয় মেরুকরণ উপনিবেশিক উপকরণ
হিন্দুত্ববাদ, মুসলিম মতবাদ, খ্রিস্টীয় মতবাদ,
পেয়েছে ধর্মীয় প্রচারক ও গুরুরা
মনুষ্য সমাজের শোষণের সাধ।
যেখানে ধর্ম সেখানেই গরীব
দাঁড়িয়ে ভিক্ষা পাত্র হাতে;
ভিখারি না হলে শোষণের চাকা
চলবে কেমন করে?
তাই কর্পোরেট নামের দৈত্যের দল
বিলায় অর্থ ধর্মের নামে;
আর ধনী যারা আরো ধনী হবে
শুধুই শোষণের মাধ্যমে।
কর্মহীনেরা কর্ম পেলে আসবে না দলে
জানে ওই কর্পোরেটরা ভালো করে;
তাই তো জন্ম মৃত্যুর ভয় প্রচারে রয়
ভিক্ষার ব্যবসায়ী সংগঠকদের ধরে।
বিষবৃক্ষ যুগ যুগ ধরে মরেও না মরে
থাকে বেঁচে গাছ তলায় আদারে-বাদারে।
আজ বড় প্রয়োজন বৈজ্ঞানিক বিশ্ববীক্ষা
চাই প্রচার বিশ্বজুড়ে সেই শিক্ষা।
৪ঠা মাঘ, ১৪৩০,
ইং ১৯/০১/২০২৪,
শুক্রবার বেলা ১১:০৬। ২২৫৩,২০/৭১, ২০/০১/২০২৪।