ধর্মীয় গুরুরা বাবা হয়
রাষ্ট্র শক্তির জোরে;
যেমন খুশি চলে তারা
ভক্ত
শোষণ করে।

পাদ্রী, মৌলবী, গুরু যারা
ভাবে ঈশ্বরেরই রূপ;
সকল বিপদের আসান মেলে
এ ব্যক্তিস্বার্থের কূপ।

জল ছিটিয়ে, ফুল ছড়িয়ে,
ভুলায় নির্বোধ মানুষেরে;
জ্ঞানীগুনির কাছে যায় না
পাবে অর্ধচন্দ্র বলে।

২৭শে আষাঢ়,১৪৩১,
ইং ১২/০৭/২০২৪,
শুক্রবার দুপুর ১২:৩২। ২৪২৯,২২/০৯,
১৩/০৭/২০২৪।