মানুষ ও পশুর নামের মধ্যেই
ধর্মের সংজ্ঞা আছে বলা;
যে জন বোঝে যে জন জানে
তাই দেখি তাঁর চলা।
মনুষ্যত্ব এবং ওই বিবেক-বুদ্ধি
জানি মানব জাতির ধর্ম;
আর পশুরা ওই সব ভেঙেচুরে
দেখো করছে তাদের কর্ম।
শুধুই ব্যক্তি স্বার্থে বিভেদ তাদের
নিজের লাভ লোকসানই বড়;
ওই সম্পদ আর ক্ষমতার লোভে
বলে মানুষের ধর্ম ছাড়।।
মানব ধর্ম নিয়ে থাকলে পরে
কোন অন্যায় করা যায় না;
সকল ধর্ম ছেড়ে অধর্মের পথে
তাদের থাকে নানান বায়না।
ওই বায়না মেটায় এই জনগণ
তাঁদের রক্ত ঘাম দিয়া;
অধর্মের পশুরা থাকে মহানন্দে
খুন সন্ত্রাস আর ক্ষমতা নিয়ে।
চেতনা সমৃদ্ধ কবির লেখা
ছড়াক এই মানুষের মাঝে;
ধর্মের চেতনায় উদ্বুদ্ধ হলে
লাগবে এই সমাজের কাজে।
ধন্য মানি কলম তোমার
ওই চিৎ চেতনার ফল;
মনুষ্যত্ব আসুক সবার চেতনায়
করে সকল বাঁধা জল।
৩রা জৈষ্ঠ, ১৪৩১,
ইং ১৭/০৫/২০২৪,
শুক্রবার বিকেল ০৪:০৪। ২৩৭৪,২১/৭৫
২০/০৫/২০২৪।