এই ধর্ম যদি মর্ম হয়
ঐ রাজনীতিটা ভিন্ন;
গুলিয়ে দিয়ে ধর্ম কর্ম
ফায়দা লুটে অন্য।
গরিব বন্ধু গরিবই রবে
সেই জাতপাত নিয়ে;
লুটবে দেশ ধনীরা ভাই
ব্যক্তি শাসন দিয়ে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমরা
অশ্রু নিয়ে চোখে;
শুনব কত আকথা, কু কথা,
বলবে বুক ফুলিয়ে মুখে।
আজব মানুষ আজব কথা
রাম রহিমের মত;
সবাই আজ চায় যে হতে
ধ্যান সাধনায় রত।
কে কোথায় পকেট মারে
সাধুর বেশ ধরে?
চেনা তাদের কঠিন আজ
ত্রেতা যুগের বরে।
বৃদ্ধ বুঝি যৌবন পেল
ক্ষণিক আবেগে পড়ে;
ঐ ভাবনা কভু বাস্তব হয়?
আসে না অতীত ফিরে।
অতীত নিয়ে গাল গল্প
শুনতে ভালো লাগে;
বাস্তবে কি মিলবে তাহা
যদি চিত্তে চেতন জাগে?
৬ই মাঘ, ১৪৩০,
ইং ২১/০১/২০২৪,
রবিবার দুপুর১:০৭। ২২৫৫, ২০/৭৪, ২২/০১/২০২৪।