বোঝা টেনে বাড়িতে এনে
যে গড়লো সংসার;
সে-ই একদিন বোঝা হলো
আপন কে কার?

দোতলায় উঠে ভিতের কথা
যারা ভুলে যায়;
দুঃখ তাদের যাবে না কভু
কে কারে সামলায়?

পিতা পুত্রের এমন দশা
ভাবতে অশ্রু ঝরে;
কেন সন্তান? কেন সংসার?
কোন দেবতার বরে?

স্রষ্টা যেখানে পেল না ঠাঁই
সৃষ্টি কেমন করে থাকে?
পরিণতিটা আসবেই নেমে
ওই জীবন পথের বাঁকে।

কর্মের ফল ফলতেই হবে
যায় না এড়ানো তাহা;
দুঃখের সময় আমরা বলি
ভুল করেছি আহা!!!

৬ই জৈষ্ঠ, ১৪৩১,
ইং ২০/০৫/২০২৪,
সোমবার সকাল ৯:৫৩। ২৩৭৪, ২১/৮৫,
২১/০৫/২০২৪।