প্রাণহীনে প্রাণ প্রতিষ্ঠার জন্য
খরচ লক্ষ কোটি টাকা;
যাদের প্রাণ আছে তাঁদের প্রাণ
বাঁচাতে হাতটাই যে ফাঁকা।
ওই প্রকৃতির নামে মিথ্যাচারে
ব্যক্তি স্বার্থে গোষ্ঠী স্বার্থে;
আর জড়র জন্য পূজা পার্বনা
হয় যে সবই পরমার্থে।
সেই পরমার্থের অর্থ কোথায়?
এ জন্ম মৃত্যুর জীবন;
জীবনকালে বইবে দুখের বোঝা
সেই কি পরমার্থের ভুবন?
হায়রে! দেখি এ কোন উন্মাদনা
আর কোথায় পাপ পুণ্য?
জানিনা কেউ, বুঝেও না কেউ,
চারিদিকে সবই শূন্য।
আমরা গল্পকে পরম সত্য ধরে
করি জাগতিক লাফালাফি;
সব সাধু সন্তের পেছনে দেখো
ওরা সত্যরে দেয় ফাঁকি।
এযে ব্রহ্মবাদের ভেলকি খেলা
তাই মিথ্যাকে সত্য বলে;
আর সত্য যখন সম্মুখে আসে
তখন অতীতকে নিয়ে চলে।
সেই সত্যের দৃষ্টি ঘুরিয়ে দিতে
তৈরি করে মিথ্যার বলয়;
ফলে সমাজে ঘটতে পারে ওই
আর এক ধর্মযুদ্ধের প্রলয়।
৭ই মাঘ,১৪৩০,
ইং ২২/০১/২০২৪,
সোমবার বিকেল ৪:০৪। ২২৫৬, ২০/৭৭, ২২/০১/২০২৪।