কোন্ কাজে লাগে ধর্ম গুরুরা?
বুঝিতে পারি নাই আজও;
মানুষের বিপদে দাড়ায়না পাশে
হজম করে ফেলে লাজও।
ধনকুবেরের মতো সঞ্চয় করে
ওই শোষণের মনোন নিয়ে;
আসবে স্বর্গের সুখ মৃত্যুর পরে
ভোলায় আশ্বাস বাণী দিয়ে।
এতই যদি ক্ষমতা ওদের
ছিল কোথায়? মহামারীর সময়;
দাঁড়ায়নি পাশে আসেনি কাছে
ওরা পেয়েছিল মৃত্যু ভয়।
সেজে গুজে যাগযজ্ঞ করেছে
ওই সুরক্ষিত জায়গায় থেকে;
তাঁদের মুখে ভগবানের নাম
শুনেছি বুকেতে পাষান রেখে।
সমাজের ওই নিরন্ন মানুষেরা
দেখেছি ওদের চাইতে ভালো;
জীবন পণ করে সাহায্য করেছে
তাঁদের জয়ের আওয়াজ তোলো।
দেখেছি শুনেছি অনেক ধর্মগুরুরা
ব্যক্তি স্বার্থে অনেক অন্যায় করে;
তাদের আদর্শ এই সমাজ জীবনে
কেমন করে সংস্কার হিসেবে ধরে?
ধর্ম গুরুরা অধর্মের আঁকড়
দেশ, সমাজকে ধ্বংস করে;
কিছু মানুষ ক্ষমতার লোভ
শুধু তাদেরকে আঁকড়ে ধরে।
রাম রহিম জ্বলন্ত প্রমাণ
শুনেছে দেখেছে যে জন;
খুন, ধর্ষণ, ভোগ, বিলাসে,
পরিব্যপ্ত তাদের কলুষ মন।
সাজাপ্রাপ্ত সেই আসামিকে
কখনো প্যারোলে মুক্তি দেয়;
ক্ষমতার লোভ এমনতরোই
সরকার ঐ চক্ষু মুদিয়া রয়।
১৪ই মাঘ, ১৪৩০,
ইং ২৯/০১/২০২৪,
সোমবার রাত ১২:০৫। ২২৬৩, ২০/৯০, ৩০/০১/২০২৪।