ঐ হরির নামে কুরুক্ষেত্র
রক্ত গঙ্গা বয়;
আমরা তাকেই ধর্ম বলি
এটাই তো ভয়।

বুঝবো কবে চেতন হবে
বেলা বয়ে যায়;
মা দিয়েছে জন্ম মোদের
আছে কি সেই দায়?

দায় ফেলে গুরু ধরে
অন্যের মতে পাগল;
ধর্মের অর্থ বুঝলাম না
আমরা কি সব ছাগল?

এই জগতের সব ধর্মগুরু
নিজের স্বার্থে চলে;
ভয় দেখিয়ে তাদের কথা
মোদের মুখে বলে।

পাপ পূর্ণ মানুষেরই সব
গুরুদের কিছু নয়;
এমনি করে বিভেদ এনে
হল চিত্তের পরাজয়।

ধর্ম যেথায় যুদ্ধ তথায়
মিলিয়ে দেখো তাই;
পরম সত্য এটাই দেখি
সব ব্যক্তিস্বার্থে ছাই।

১৮ই ভাদ্র, ১৪৩১,
ইং ০৪/০৯/২০২৪,
বুধবার রাত ১২:৩২। ২৪৮৩, ২২/১৪৯,
০৫/০৯/২০২৪।