পরম সেই সত্যের প্রতিশোধ
কেউ পারে না করিতে রোধ।
মিথ্যারা যাবে হেরে একদিন
শোধ করে সব জীবনের ঋণ।
এটাই বাস্তব এটা নয় ক্ষীণ
সত্য আসিবে সম্মুখে একদিন।
মিথ্যার অহমিকা হয়ে যাবে ফিকা
সত্য প্রভাতের আলো উজ্জ্বলতায় মাখা।
ধর্ম ও অধর্ম আর সত্য মিথ্যা
এ যে একান্তই প্রকৃতির খেলা;
কভু যায় না এড়িয়ে যাওয়া
ভাসায়ে ওই সেই মিথ্যার ভেলা।
৮ই জৈষ্ঠ, ১৪৩১,
ইং ২২/০৫/২০২৪,
বুধবার বিকেল ৬:০২।২৩৯২, ২১/৯১,
২৬/০৫/২০২৪।