ধর্ম ধনতন্ত্রের ছাতা
মানুষের শোষণ শুরু
করতে পারে যা-তা।

গণতন্ত্র আর স্বৈরতন্ত্রে
পার্থক্যটা কোথায়
কর্পোরেটদের শোষণযন্ত্র
চলে গরীবদের ব্যথায়।

আমরা আছি আমরা থাকবো
প্রয়োজনে রক্ত দেব
পরিশেষে শহীদ হব।

ফুলের মালা স্মৃতিসৌধে
ওই কর্পোরেটরা দেয়;
গরীবদের শোষণ করে
তারা মহাসুখে রয়।

শোষিতরা বুঝবে কবে
শোষণ যন্ত্রের কৌশল
দিচ্ছে দেখো তোমায় তারা
তোফা রূপী শাল।

৩০শে ফাল্গুন, ১৪৩১,
ইং ১৩/০৩/২০২৫,
বৃহস্পতিবার মধ্যাহ্ন ১১:৩৩। ২৬৭২,
২৫/১৯, ১৪/০৩/২০২৫।