শান্তি গেছে হারিয়ে ভাই
এই ধরা থেকে;
সরল সহজ দৃষ্টি সবার
তাই গিয়েছে বেঁকে।
ইউরোপ আর আমেরিকা
চীন রাশিয়া জাপান;
অশান্তির এই পরিবেশ
ওদেরই তো দান।
আমরা সবাই ঈশ্বর খুঁজি
কখন দয়া হবে;
মুক্তি পাব তবেই আমরা
দিনটা আসবে যবে।
ঈশ্বর যেমন নিরুদ্দেশে
ধরায় শান্তি তাই;
নিজেদের কথা ভাবতে হবে
যতই কষ্ট পাই।
৩০শে আষাঢ়,১৪৩১
ইং ১৫/০৭/২০২৪,
সোমবার বেলা ২:৩৩। ২৪৩২, ২২/১৮,
১৬/০৭/২০২৪।