চোখ থাকতে অন্ধ যারা
কেমনে দেখবে রূপ;
ক্ষমতার সিংহাসনে বসে
খায় ধ্বংসযজ্ঞের সুপ।

সোনার দেশ মরু হচ্ছে
বুঝলো তারা কই?
দই ভেবে চুন খাচ্ছে
দিচ্ছে পাকা ধানে মই।

বুঝতে পারবে দুদিন পরে
ঐ নিজেদের কর্মফল;
তৃষ্ণায় বুক ফেটে যাবে
তখন মিলবে নাতো জল।

৮ই পৌষ, ১৪৩১,
ইং ২৪/১২/২০২৪,
মঙ্গলবার রাত ১২:২৩। ২৫৯৬, ২৪/২৬,
২৭/১২/২০২৪।