সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলা,
ধ্বংসের নমুনা তাই;
আর ধ্বংস যখন সম্মুখে এসেই পড়ে
তখন পালাতে চাই।
চারিদিকে জ্বলতে থাকে আগুনের শিখা
প্রভাতে সন্ধ্যা নামে;
ওই দৃশ্য অদৃশ্য হয় সবই যে মুখ লুকায়
মূল্যহীন ডান আর বামে।
সহায় অসহায় হয় আলোও নিভে যায়
দেখি দিশেহারা সবাই;
দুর্বৃত্তের পদাচারণ জীবনের হয় মরণ
মেলে আস্তাকুঁড়ে ঠাঁই।
সময়ের প্রেক্ষাপটে অসাধারণ মনন বটে
কেউ পড়ে, দেখে, শেখে;
অচেতন জনগণের যদি সত্যিই চেতনা ঘটে?
ধন্য মানি দুটিলাইন লিখে।
৩রা কার্তিক, ১৪৩১,
ইং ২০/১০/২০২৪,
রবিবার দুপুর ১২:৫০। ২৫৩৩, ২৩/৫৬
২৫/১০/২০২৪।