রিপুর বোঝা বইতে বইতে
চলছি আমরা সবাই;
মনুষ্যত্বের চেতনা না এলে
কোথায় মিলবে ঠাঁই?

ওই ধ্বংস বুঝি অনিবার্য
লেখাপড়া শিখে;
নিজের ভালোও বুঝে না
পারিপার্শ্বিক দেখে।

কিসের কাম? কিসের প্রেম?
কিসের ভালোবাসা?
সবই তো ওই যাবে জলে
মনে নিয়ে আশা?

শিখবো কবে আর আমরা
সেই চেতনা কোথায়?
ক্ষণিক সুখে নিচ্ছি লুফে
মরছি রিপুর ব্যথায়।

১৯শে কার্তিক, ১৪৩১,
ইং ০৫/১১/২০২৪,
মঙ্গলবার রাত ৬:১১। ২৫৪৫, ২৩/১০৩,
০৬/১১/২০২৪।